প্রকৃতি ও জীবন ক্লাব

 

পরিচিতি

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে চ্যানেল আইতে শুরু হয় বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে ফাউন্ডেশনের গবেষণাভিত্তিক টিভি অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য বিষয়ক নানাবিধ গবেষণা করে আসছে।

বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ আজ মারাত্বক হুমকির সম্মুখীন। এই বিপন্ন পরিবেশ রক্ষায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের অংশ হিসেবে ২০২২ সালের ৫ জুন গঠন করা হয় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশবিষয়ক কর্মশালা, সেমিনার, প্রকৃতিমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, তথ্যচিত্র, বিতর্ক, কুইজ, পাঠচক্র, সংগীতানুষ্ঠান, নাটক, আবৃত্তি, অভিনয় ইত্যাদির মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি করাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য। এছাড়াও আর্ত-মানবতার সেবায় ঔষধ, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসাসেবা প্রদান ক্লাবের অন্যতম একটি লক্ষ্য।

পরিবেশ সংরক্ষণে সমমনা মানুষদের নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দাঁড়াতে চায় এক মঞ্চে, যার নাম প্রকৃতি ও জীবন ক্লাব। এ ক্লাব বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে নিবেদিত মানুষের দেশপ্রেম ও কল্যাণকর কাজের একটি মঞ্চ।

 

ভিশন

সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন গড়ার লক্ষ্যে দেশের আপামর জনসাধারণকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর-সবুজ বাংলাদেশ গড়ে তোলাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য।

 

মিশন

 

সবুজ বাংলাদেশ

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে প্রকৃতি ও জীবন ক্লাব।

 

জনসচেতনতা 

ক্লাব বিভিন্ন কর্মশালা, সেমিনার, ক্যাম্পেইন ইত্যাদি কর্মকাণ্ড দ্বারা প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে জনসচেতনতা তৈরি করার মাধ্যমে আলোকিত বাংলাদেশ গড়ার কাজ করবে।

 

দূষণমুক্ত পরিবেশ

ক্লাব নিজ নিজ এলাকা সুন্দর রাখতে ও দূষণমুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করবে।

 

পরিবেশ শিক্ষা

ক্লাব পরিবেশ, প্রকৃতি ও জলবায়ু বিষয়ক বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম যেমন বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঠচক্র ইত্যাদি আয়োজন করবে।

 

সেবামূলক কাজ

সংগঠন সুবধিাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ আর্ত-মানবতার সেবায় চিকিৎসা ক্যাম্প আয়োজন করবে। রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করবে।

All Categories